আল আনআম

সূরা নং: ৬, আয়াত নং: ৩৮

তাফসীর
وَمَا مِنۡ دَآبَّۃٍ فِی الۡاَرۡضِ وَلَا طٰٓئِرٍ یَّطِیۡرُ بِجَنَاحَیۡہِ اِلَّاۤ اُمَمٌ اَمۡثَالُکُمۡ ؕ مَا فَرَّطۡنَا فِی الۡکِتٰبِ مِنۡ شَیۡءٍ ثُمَّ اِلٰی رَبِّہِمۡ یُحۡشَرُوۡنَ

উচ্চারণ

ওয়া মা-মিন দাব্বাতিন ফিল আরদিওয়ালা-তাইরিইঁ ইয়াতীরু বিজানা-হাইহি ইল্লাউমামুন আমছা-লুকুম মা-ফাররাতনা-ফিল কিতা-বি মিন শাইয়িন ছু ম্মা ইলারাব্বিহিম ইউহশারূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

ভূপৃষ্ঠে যত জীব বিচরণ করে, যত পাখি তাদের ডানার সাহায্যে উড়ে, তারা সকলে তোমাদেরই মত সৃষ্টির বিভিন্ন প্রকার। আমি কিতাব (লাওহে মাহফুজ)-এ কিছুমাত্র ত্রুটি রাখিনি। ১৫ অতঃপর তাদের সকলকে তাদের প্রতিপালকের কাছে একত্র করা হবে। ১৬

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৫. এর অন্য অর্থ হয়, ‘আমি কুরআনে কিছুমাত্র ত্রুটি রাখিনি,’ অর্থাৎ পার্থিব জীবনে মানুষের যত রকম দীনী নির্দেশনার দরকার ছিল মৌলিকভাবে সবই কুরআন মাজীদে আছে। হাদীস ও সুন্নাহ তারই তাফসীর। -অনুবাদক
﴾﴿