আর রহমান

সূরা নং: ৫৫, আয়াত নং: ৫

তাফসীর
اَلشَّمۡسُ وَالۡقَمَرُ بِحُسۡبَانٍ ۪

উচ্চারণ

আশশামছুওয়ালকামারু বিহুছবা-ন।

অর্থ

মুফতী তাকী উসমানী

সূর্য ও চন্দ্র একটি হিসাবের সাথে আবদ্ধ আছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

২. অর্থাৎ উভয়ের উদয়, অস্ত, হ্রাস-বৃদ্ধি বা একই অবস্থায় থাকা, অতঃপর তার মাধ্যমে ঋতু-মওসুমের পরিবর্তন ঘটা ও জগতের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলা এসব কিছুই বিশেষ এক হিসাব ও পরিপক্ব নিয়ম-শৃঙ্খলার অধীনে নিষ্পন্ন হয়। সেই হিসাব ও নিয়ম-বৃত্তের বাইরে যাওয়ার কোন ক্ষমতা এদের নেই (-অনুবাদক, তাফসীরে উছমানী থেকে সংক্ষেপিত)।
﴾﴿
সূরা আর রহমান, আয়াত ৪৯০৬