আদ-দুখান

সূরা নং: ৪৪, আয়াত নং: ৪৭

তাফসীর
خُذُوۡہُ فَاعۡتِلُوۡہُ اِلٰی سَوَآءِ الۡجَحِیۡمِ ٭ۖ

উচ্চারণ

খুযূহু ফা‘তিলূহু ইলা-ছাওয়াইল জাহীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

(ফেরেশতাদেরকে বলা হবে,) তাকে ধর এবং হেঁচড়াতে হেঁচড়াতে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও।
সূরা আদ-দুখান, আয়াত ৪৪৬১ | মুসলিম বাংলা