আদ-দুখান

সূরা নং: ৪৪, আয়াত নং: ৪

তাফসীর
فِیۡہَا یُفۡرَقُ کُلُّ اَمۡرٍ حَکِیۡمٍ ۙ

উচ্চারণ

ফীহা-ইউফরাকুকুল্লুআমরিন হাকীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

এ রাতেই প্রতিটি প্রজ্ঞাজনোচিত বিষয় স্থির করা হয়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

২. অর্থাৎ প্রতি বছর কোন ব্যক্তি জন্ম নেবে, তাকে কী পরিমাণ রিযক দেওয়া হবে, কার মৃত্যু হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয় এবং তা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট ফেরেশতাদের দায়িত্ব দেওয়া হয়।
﴾﴿
সূরা আদ-দুখান, আয়াত ৪৪১৮ | মুসলিম বাংলা