আমি এটা নাযিল করেছি এক মুবারক রাতে। ১ (কেননা) আমি মানুষকে সতর্ক করার ছিলাম।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১. এর দ্বারা ‘শবে কদর’ বোঝানো উদ্দেশ্য। কেননা এ রাতেই কুরআন মাজীদকে লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে নাযিল করা হয়। তারপর সেখান থেকে অল্প-অল্প করে মহানবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের কাছে পাঠানো হতে থাকে।