আন নিসা

সূরা নং: ৪, আয়াত নং: ৭৫

তাফসীর
وَمَا لَکُمۡ لَا تُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَالۡمُسۡتَضۡعَفِیۡنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالۡوِلۡدَانِ الَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ ہٰذِہِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَہۡلُہَا ۚ  وَاجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۚۙ  وَّاجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ نَصِیۡرًا ؕ

উচ্চারণ

ওয়ামা-লাকুম লা-তুকা-তিলূনা ফী ছাবীলিল্লা-হি ওয়াল মুছতাদ‘আফীনা মিনার রিজা-লি ওয়ান নিছাই ওয়াল বিলদা-নিল্লাযীনা ইয়াকূলূনা রাব্বানা-আখরিজনা-মিন হাযিহিল কারইয়াতিজ্জা-লিমি আহলুহা- ওয়াজ‘আল লানা-মিল্লাদুনকা ওয়ালিইইয়াওঁ ওয়াজ‘আল লানা-মিল্লাদুনকা নাসীরা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

(হে মুসলিমগণ!) তোমাদের জন্য এর কী বৈধতা আছে যে, তোমরা আল্লাহর পথে সেই সকল অসহায় নর-নারী ও শিশুদের জন্য লড়াই করবে না, যারা দু‘আ করছে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এই জনপদ থেকে যার অধিবাসীরা জালিম অন্যত্র সরিয়ে নাও এবং আমাদের জন্য তোমার পক্ষ হতে একজন অভিভাবক বানিয়ে দাও এবং আমাদের জন্য তোমার পক্ষ হতে একজন সাহায্যকারী দাঁড় করিয়ে দাও? ৫৬

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫৬. মদীনায় হিজরতের পরও কিছুসংখ্যক মুসলিম নর-নারী ও শিশু মক্কা মুকাররমায় রয়ে গিয়েছিল। মুশরিকদের বাধার কারণে তারা হিজরত করতে পারেনি। ফলে তারা সেখানে লাঞ্ছিত ও নিপীড়িত অবস্থায় জীবন যাপন করছিল। তারা সে অবস্থা থেকে মুক্তিলাভের জন্য আল্লাহ তাআলার কাছে দু‘আ করছিল। আল্লাহ তাআলা সে লক্ষে জিহাদ করার জন্য মুসলিমদেরকে উদ্বুদ্ধ করছেন। পরিশেষে মক্কা বিজয়ের মাধ্যমে সে লক্ষ অর্জিত হয়। -অনুবাদক
সূরা আন নিসা, আয়াত ৫৬৮ | মুসলিম বাংলা