لَنۡ یَّسۡتَنۡکِفَ الۡمَسِیۡحُ اَنۡ یَّکُوۡنَ عَبۡدًا لِّلّٰہِ وَلَا الۡمَلٰٓئِکَۃُ الۡمُقَرَّبُوۡنَ ؕ وَمَنۡ یَّسۡتَنۡکِفۡ عَنۡ عِبَادَتِہٖ وَیَسۡتَکۡبِرۡ فَسَیَحۡشُرُہُمۡ اِلَیۡہِ جَمِیۡعًا
তাফসীরে মুফতি তাকি উসমানী
১১৬. খৃস্টানদের একটি প্রতিনিধিদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ! আপনি আমাদের নবীর নিন্দা করেন কেন? তিনি বললেন, কে তোমাদের নবী? তারা বলল, ঈসা। তিনি বললেন, আমি তার সম্পর্কে কী বলি? তারা বললো, আপনি তাকে আল্লাহর বান্দা ও তাঁর রাসূল বলেন। তিনি বললেন, আল্লাহর বান্দা হওয়াটা কোন লজ্জার বিষয় নয়। সেই পরিপ্রেক্ষিতেই এ আয়াত নাযিল হয়। -অনুবাদক