আন নিসা

সূরা নং: ৪, আয়াত নং: ১৭২

তাফসীর
لَنۡ یَّسۡتَنۡکِفَ الۡمَسِیۡحُ اَنۡ یَّکُوۡنَ عَبۡدًا لِّلّٰہِ وَلَا الۡمَلٰٓئِکَۃُ الۡمُقَرَّبُوۡنَ ؕ وَمَنۡ یَّسۡتَنۡکِفۡ عَنۡ عِبَادَتِہٖ وَیَسۡتَکۡبِرۡ فَسَیَحۡشُرُہُمۡ اِلَیۡہِ جَمِیۡعًا

উচ্চারণ

লাইঁ ইয়াছতানকিফাল মাছীহুআইঁ ইয়াকূনা ‘আবদাল লিল্লা-হি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবূনা ওয়া মাইঁ ইয়াছতানকিফ ‘আন ‘ইবা-দাতিহী ওয়া ইয়াছতাকবির ফাছাইয়াহশুরুহুম ইলাইহি জামী‘আ-।

অর্থ

মুফতী তাকী উসমানী

মাসীহ কখনও আল্লাহর বান্দা হওয়াকে লজ্জার বিষয় মনে করে না এবং নিকটতম ফিরিশতাগণও (এতে লজ্জাবোধ করে) না। যে-কেউ আল্লাহর ইবাদত-বন্দেগীতে লজ্জাবোধ করবে ও অহমিকা প্রদর্শন করবে (সে ভালো করে জেনে রাখুক), আল্লাহ তাদের সকলকে তাঁর নিকট একত্র করবেন। ১১৬

তাফসীরে মুফতি তাকি উসমানী

১১৬. খৃস্টানদের একটি প্রতিনিধিদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ! আপনি আমাদের নবীর নিন্দা করেন কেন? তিনি বললেন, কে তোমাদের নবী? তারা বলল, ঈসা। তিনি বললেন, আমি তার সম্পর্কে কী বলি? তারা বললো, আপনি তাকে আল্লাহর বান্দা ও তাঁর রাসূল বলেন। তিনি বললেন, আল্লাহর বান্দা হওয়াটা কোন লজ্জার বিষয় নয়। সেই পরিপ্রেক্ষিতেই এ আয়াত নাযিল হয়। -অনুবাদক
﴾﴿
সূরা আন নিসা, আয়াত ৬৬৫ | মুসলিম বাংলা