আন নিসা

সূরা নং: ৪, আয়াত নং: ১৬৬

তাফসীর
لٰکِنِ اللّٰہُ یَشۡہَدُ بِمَاۤ اَنۡزَلَ اِلَیۡکَ اَنۡزَلَہٗ بِعِلۡمِہٖ ۚ  وَالۡمَلٰٓئِکَۃُ یَشۡہَدُوۡنَ ؕ  وَکَفٰی بِاللّٰہِ شَہِیۡدًا ؕ

উচ্চারণ

লা-কিনিল্লা-হু ইয়াশহাদুবিমা আনঝালা ইলাইকা আনঝালাহু বি‘ইলমিহী ওয়াল মালাইকাতুইয়াশহাদূ ন ওয়া কাফা-বিল্লা-হি শাহীদা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

(কাফিরগণ স্বীকার করুক বা নাই করুক), কিন্তু আল্লাহ তোমার প্রতি যা নাযিল করেছেন, সে সম্পর্কে তিনি স্বয়ং সাক্ষ্য দেন যে, তিনি তা জেনেশুনে নাযিল করেছেন এবং ফিরিশতাগণও সাক্ষ্য দেয়। আর (এমনিতে তো) আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট।
﴾﴿
সূরা আন নিসা, আয়াত ৬৫৯ | মুসলিম বাংলা