মোটকথা, ইয়াহুদীদের গুরুতর সীমালংঘনের কারণে আমি তাদের প্রতি এমন কিছু উৎকৃষ্ট বস্তু হারাম করে দেই, যা (পূর্বে) তাদের পক্ষে হালাল করা হয়েছিল ১১৩ এবং আল্লাহর পথে তাদের অত্যধিক বাধাদানের কারণে।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১১৩. এ সম্পর্কে সূরা আনআমে বিস্তারিত বলা হয়েছে, (দেখুন ৬ : ১৪৬)।