আমি তূর পাহাড়কে তাদের উপর তুলে ধরে তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং আমি তাদেরকে বলেছিলাম, তোমরা (নগরের) দরজা দিয়ে নতশিরে প্রবেশ কর এবং তাদেরকে বলেছিলাম, তোমরা শনিবারে সীমালংঘন করো না। ১০৫ আর আমি তাদের থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১০৫. এসব ঘটনার বিস্তারিত বিবরণ সূরা বাকারার ২ : ৫১ থেকে ২ : ৬৬ নং আয়াত ও তার টীকায় গত হয়েছে।