আন নিসা

সূরা নং: ৪, আয়াত নং: ১৪৮

তাফসীর
لَا یُحِبُّ اللّٰہُ الۡجَہۡرَ بِالسُّوۡٓءِ مِنَ الۡقَوۡلِ اِلَّا مَنۡ ظُلِمَ ؕ وَکَانَ اللّٰہُ سَمِیۡعًا عَلِیۡمًا

উচ্চারণ

লা-ইউহিব্বুল্লা-হুল জাহরা বিছছূই মিনাল কাওলি ইল্লা-মান জু লিমা ওয়াকা-নাল্লাহু ছামী‘আন ‘আলীমা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

প্রকাশ্যে (কারও) দোষ চর্চাকে আল্লাহ পছন্দ করেন না, তবে কারও প্রতি জুলুম হয়ে থাকলে আলাদা কথা। ১০২ আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১০২. অর্থাৎ সাধারণ অবস্থায় কারও দোষ-ত্রুটি প্রচার করা জায়েয নয়। হাঁ, যদি কারও উপর জুলুম হয়ে থাকে, তবে মানুষের কাছে সেই জুলুমের কথা বলতে পারে এবং তা বলতে গিয়ে জালিমের যে দোষ বর্ণনা করা হবে, তার জন্য সে গুনাহগার হবে না।
﴾﴿