তবে যারা তাওবা করবে, নিজেদেরকে সংশোধন করে ফেলবে, আল্লাহর আশ্রয়কে শক্তভাবে ধরে রাখবে ১০০ এবং নিজেদের দীনকে আল্লাহর জন্য খালেস করে নেবে, ১০১ তারা মুমিনদের সঙ্গে শামিল হয়ে যাবে। আল্লাহ অবশ্যই মুমিনদেরকে মহা প্রতিদান দান করবেন।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১০০. অর্থাৎ দৃঢ়তার সাথে আল্লাহর দীন ও তাঁর কিতাবের অনুসরণ করবে, কোনও অবস্থায়ই তা হাতছাড়া করবে না। -অনুবাদক)