আন নিসা

সূরা নং: ৪, আয়াত নং: ১২৩

তাফসীর
لَیۡسَ بِاَمَانِیِّکُمۡ وَلَاۤ اَمَانِیِّ اَہۡلِ الۡکِتٰبِ ؕ مَنۡ یَّعۡمَلۡ سُوۡٓءًا یُّجۡزَ بِہٖ ۙ وَلَا یَجِدۡ لَہٗ مِنۡ دُوۡنِ اللّٰہِ وَلِیًّا وَّلَا نَصِیۡرًا

উচ্চারণ

লাইছা বিআমা-নিইইয়ুকুম ওয়ালাআমা-নিইয়ি আহলিল কিতাবি মাইঁ ইয়া‘মাল ছূআইঁ ইউজঝা বিহী ওয়ালা-ইয়াজিদ লাহু মিন দূ নিল্লা-হি ওয়ালিইইয়াওঁ ওয়ালা-নাসীরা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

(জান্নাতে যাওয়ার জন্য) না তোমাদের আকাঙ্ক্ষাসমূহ যথেষ্ট এবং না কিতাবীদের আকাঙ্ক্ষাসমূহ। যে-কেউ মন্দ কাজ করবে, তাকে তার প্রতিফল দেওয়া হবে এবং সে নিজের জন্য আল্লাহ ছাড়া কোনও বন্ধু ও সাহায্যকারী পাবে না। ৮৬

তাফসীরে মুফতি তাকি উসমানী

৮৬. অর্থাৎ আল্লাহ তাআলা আখিরাতের যে পুরস্কার ঘোষণা করেছেন তা হে মুসলিমগণ! তোমাদের আশা দ্বারাও লাভ হবে না এবং কিতাবীদের আশা দ্বারাও নয়। তা লাভ হতে পারে কেবল ঈমান ও সৎকর্ম দ্বারা। যেমনটা পরের আয়াতসমূহে জানানো হয়েছে এবং তাতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে, হযরত ইবরাহীম আলাইহিস সালাম যে দীনের প্রচলন দিয়ে গেছেন, যার সারবস্তু হল আল্লাহর প্রতি চরম আনুগত্য, তার অনুসরণ দ্বারাই আখিরাতের নাজাত ও পুরস্কার লাভ হতে পারে। তিনিই সে দীনের নাম দিয়েছেন ইসলাম এবং তারই পূর্ণতাবিধান হয়েছে শেষনবী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে। সুতরাং এখন জাতি-ধর্ম নির্বিশেষে সকলেরই কর্তব্য কেবল তাঁরই অনুসরণ করা। -অনুবাদক
﴾﴿