ফাত্বির

সূরা নং: ৩৫, আয়াত নং: ২৬

তাফসীর
ثُمَّ اَخَذۡتُ الَّذِیۡنَ کَفَرُوۡا فَکَیۡفَ کَانَ نَکِیۡرِ ٪

উচ্চারণ

ছু ম্মা আখাযতুল্লায ীনা কাফারূফাকাইফা কা-না নাকীর।

অর্থ

মুফতী তাকী উসমানী

অতঃপর যারা অস্বীকৃতির পন্থা অবলম্বন করেছিল আমি তাদেরকে পাকড়াও করি। সুতরাং দেখ আমার শাস্তি কেমন (ভয়ানক) ছিল।
﴾﴿
সূরা ফাত্বির, আয়াত ৩৬৮৬ | মুসলিম বাংলা