আর রুম

সূরা নং: ৩০, আয়াত নং: ৫

তাফসীর
بِنَصۡرِ اللّٰہِ ؕ  یَنۡصُرُ مَنۡ یَّشَآءُ ؕ  وَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ۙ

উচ্চারণ

বিনাসরিল্লা-হি ইয়ানসুরু মাইঁ ইয়াশা-উ ওয়া হুওয়াল ‘আঝীঝুর রাহীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

আল্লাহ প্রদত্ত বিজয়ের কারণে। তিনি যাকে ইচ্ছা বিজয় দান করেন। তিনিই ক্ষমতার মালিক, পরম দয়ালুও বটে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

২. পূর্বে সূরার পরিচিতিতে বলা হয়েছে, এটা একটা স্বতন্ত্র ভবিষ্যদ্বাণী, যা বদরের যুদ্ধে মুমিনদের জয়লাভ দ্বারা বাস্তবায়িত হয়েছিল।
﴾﴿