আ-লু ইমরান

সূরা নং: ৩, আয়াত নং: ৮৭

তাফসীর
اُولٰٓئِکَ جَزَآؤُہُمۡ اَنَّ عَلَیۡہِمۡ لَعۡنَۃَ اللّٰہِ وَالۡمَلٰٓئِکَۃِ وَالنَّاسِ اَجۡمَعِیۡنَ ۙ

উচ্চারণ

উলাইকা জাঝাউহুম আন্না ‘আলাইহিম লা‘নাতাল্লা-হি ওয়াল মালাইকাতি ওয়ান্না-ছি আজমা‘ঈন।

অর্থ

মুফতী তাকী উসমানী

এরূপ লোকদের শাস্তি এই যে, তাদের প্রতি আল্লাহর, ফিরিশতাদের ও সমস্ত মানুষের লানত।
﴾﴿
সূরা আ-লু ইমরান, আয়াত ৩৮০ | মুসলিম বাংলা