আ-লু ইমরান

সূরা নং: ৩, আয়াত নং: ৮৬

তাফসীর
کَیۡفَ یَہۡدِی اللّٰہُ قَوۡمًا کَفَرُوۡا بَعۡدَ اِیۡمَانِہِمۡ وَشَہِدُوۡۤا اَنَّ الرَّسُوۡلَ حَقٌّ وَّجَآءَہُمُ الۡبَیِّنٰتُ ؕ وَاللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ

উচ্চারণ

কাইফা ইয়াহদিল্লা-হু কাওমান কাফারূ বা‘দা ঈমা-নিহিম ওয়াশাহিদূ আন্নাররাছূলা হাক্কুওঁ ওয়াজাআহুমুল বাইয়িনা-তু ওয়াল্লা-হু লা-ইয়াহদিল কাওমাজ্জা-লিমীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আল্লাহ এমন লোকদের কিভাবে হিদায়াত দেবেন, যারা ঈমান আনার পর কুফর অবলম্বন করেছে, অথচ তারা সাক্ষ্য দিয়েছিল যে, রাসূল সত্য এবং তাদের কাছে উজ্জ্বল নিদর্শনাবলীও এসেছিল। ৪২ আল্লাহ এরূপ জালিমদেরকে হিদায়াত দান করেন না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪২. এর দ্বারা ইয়াহুদী ও খৃস্টান সম্প্রদায়কে বোঝানো হয়েছে। তারা তাদের কিতাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুণাবলী পড়েছে এবং সে কারণে তারা জানে তিনি সত্য নবী, তারপরও কেবল বিদ্বেষবশত তারা কুফর অবলম্বন করেছে। -অনুবাদক
﴾﴿