আল্লাহ এমন লোকদের কিভাবে হিদায়াত দেবেন, যারা ঈমান আনার পর কুফর অবলম্বন করেছে, অথচ তারা সাক্ষ্য দিয়েছিল যে, রাসূল সত্য এবং তাদের কাছে উজ্জ্বল নিদর্শনাবলীও এসেছিল। ৪২ আল্লাহ এরূপ জালিমদেরকে হিদায়াত দান করেন না।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৪২. এর দ্বারা ইয়াহুদী ও খৃস্টান সম্প্রদায়কে বোঝানো হয়েছে। তারা তাদের কিতাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুণাবলী পড়েছে এবং সে কারণে তারা জানে তিনি সত্য নবী, তারপরও কেবল বিদ্বেষবশত তারা কুফর অবলম্বন করেছে। -অনুবাদক