আ-লু ইমরান

সূরা নং: ৩, আয়াত নং: ৫৪

তাফসীর
وَمَکَرُوۡا وَمَکَرَ اللّٰہُ ؕ  وَاللّٰہُ خَیۡرُ الۡمٰکِرِیۡنَ ٪

উচ্চারণ

ওয়ামাকারু ওয়া মাকারাল্লা-হু ওয়াল্লা-হু খাইরুল মা-কিরীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আর কাফিরগণ (ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে) গুপ্ত কৌশল অবলম্বন করল ৩০ এবং আল্লাহও গুপ্ত কৌশল করলেন। বস্তুত আল্লাহ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কৌশলী।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩০. তারা এই বলে ঈসা (আ.)-এর বিরুদ্ধে রাজার কান ভারী করল যে, সে একজন ধর্মদ্রোহী, সে তাওরাত কিতাবকে বদলাতে চায়। এক সময় সে সবাইকে বেদীন বানিয়ে ছাড়বে। শেষে রাজা তাকে গ্রেপ্তার করার হুকুম দিল। তাদের এ ষড়যন্ত্রের বিপরীতে আল্লাহ তা‘আলা যে কৌশল অবলম্বন করেছিলেন, পরের আয়াতে সেদিকে ইশারা করা হয়েছে। -অনুবাদক
﴾﴿