কিন্তু তখন (তাদের) কী অবস্থা হবে, যখন আমি তাদেরকে এমন এক দিন (-এর সম্মুখীন করা)-এর জন্য একত্র করব, যার আগমনের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই। ৭ আর প্রত্যেককে সে যা-কিছু অর্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে এবং কারও প্রতি কোন জুলুম করা হবে না।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৭. অর্থাৎ তারা কোন অন্ধকারে নিমজ্জিত আছে, সেদিন টের পাবে। সেদিন হাশরের মাঠে আগের-পরের সমস্ত মানুষ এমনকি নিজ নবীগণেরও সামনে লাঞ্ছিত হতে হবে। তাদেরকে তাদের প্রতিটি কাজের প্রতিফল দিয়ে দেওয়া হবে। সেদিন কাফফারার বিশ্বাসও কোন কাজ দেবে না এবং বংশ-গৌরব কিংবা অন্য কোন মনগড়া আকীদা-বিশ্বাসও না। -অনুবাদক, তাফসীরে উছমানী থেকে