অতঃপর লূত তার প্রতি ঈমান আনল। ১৬ ইবরাহীম বলল, আমি আমার প্রতিপালকের দিকে হিজরত করছি। ১৭ নিশ্চয়ই তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১৬. হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইবরাহীম আলাইহিস সালামের ভাতিজা। হযরত ইবরাহীম আলাইহিস সালামের প্রতি তাঁর মাতৃভূমি ইরাকে এক লূত আলাইহিস সালাম ছাড়া আর কেউ ঈমান আনেনি। শেষ পর্যন্ত হযরত ইবরাহীম আলাইহিস সালামের সাথে তিনিও দেশ থেকে হিজরত করেন। অবশ্য পরবর্তীতে আল্লাহ তাআলা তাঁকেও নবী বানান এবং সাদুমবাসীদের হেদায়াতের জন্য তাঁকে প্রেরণ করেন।