আন নাম্‌ল

সূরা নং: ২৭, আয়াত নং: ৫৮

তাফসীর
وَاَمۡطَرۡنَا عَلَیۡہِمۡ مَّطَرًا ۚ  فَسَآءَ مَطَرُ الۡمُنۡذَرِیۡنَ ٪

উচ্চারণ

ওয়া আমতারনা-‘আলাইহিম মাতারান ফাছাআ মাতারুল মুনযারীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আর আমি তাদের উপর বর্ষণ করলাম এক মারাত্মক বৃষ্টি। যাদেরকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল তাদের প্রতি বর্ষিত সে বৃষ্টি ছিল কতই না মন্দ! ৩৩

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩৩. হযরত লুত আলাইহিস সালামের ঘটনা পূর্বে বিস্তারিতভাবে সূরা হুদ (১১ : ৭৭-৮৩) ও সূরা হিজর (১৫ : ৫৮-৭৬)-এ গত হয়েছে। কিছুটা সূরা শুআরায়ও (২৬ : ১৬০-১৭৫) বর্ণিত হয়েছে। আমরা সূরা আরাফে (৭ : ৮০) তাদের পরিচিতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি।
﴾﴿
সূরা আন নাম্‌ল, আয়াত ৩২১৭ | মুসলিম বাংলা