আশ শুআরা'

সূরা নং: ২৬, আয়াত নং: ২০০

তাফসীর
کَذٰلِکَ سَلَکۡنٰہُ فِیۡ قُلُوۡبِ الۡمُجۡرِمِیۡنَ ؕ

উচ্চারণ

কাযা-লিকা ছালাকনা-হু ফী কুলূবিল মুজরিমীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

এভাবেই আমি অপরাধীদের অন্তরে তা ঢুকিয়ে দিয়েছি। ৫৯

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫৯. অর্থাৎ, যদিও কুরআন মাজীদ হেদায়াতের কিতাব এবং সত্যসন্ধানীদের অন্তরে এর প্রভাবও অপরিসীম, যে কারণে এ কিতাব তাদের হেদায়াত লাভের মাধ্যম হয়ে যায়, কিন্তু কাফেরগণ তো সত্যের সন্ধানী নয়; বরং তারা সত্য কবুল করবে না বলে জিদ ধরে আছে, তাই আমিও তাদের অন্তরে কুরআন এভাবেই প্রবেশ করাই যে, তার কোন আছর তাতে পড়ে না।
সূরা আশ শুআরা', আয়াত ৩১৩২ | মুসলিম বাংলা