আশ শুআরা'

সূরা নং: ২৬, আয়াত নং: ১৮৩

তাফসীর
وَلَا تَبۡخَسُوا النَّاسَ اَشۡیَآءَہُمۡ وَلَا تَعۡثَوۡا فِی الۡاَرۡضِ مُفۡسِدِیۡنَ ۚ

উচ্চারণ

ওয়ালা-তাবখাছুন্না-ছা আশইয়াআহুম ওয়ালা-তা‘ছাও ফিল আরদিমুফছিদীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

মানুষকে তাদের মালামাল কমিয়ে দিও না এবং যমীনে অশান্তি বিস্তার করে বেড়িও না। ৫১

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫১. তাদের আরও একটি অপরাধ ছিল, তারা দস্যুবৃত্তি করত। রাস্তাঘাটে প্রকাশ্যে পথিকদের মালামাল লুট করত।
সূরা আশ শুআরা', আয়াত ৩১১৫ | মুসলিম বাংলা