যারা সতী-সাধ্বী নারীকে অপবাদ দেয়, তারপর চারজন সাক্ষী উপস্থিত করে না। তাদেরকে আশিটি চাবুক মারবে ৪ এবং তাদের সাক্ষ্য কখনও গ্রহণ করবে না। ৫ তারা নিজেরাই তো ফাসেক।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৪. এটাও মিথ্যা অপবাদের জন্য নির্ধারিত শাস্তির একটা অংশ যে, কোন মামলা-মোকদ্দমায় অপবাদদাতার সাক্ষ্য গৃহীত হবে না।