২. আল বাকারা ( আয়াত নং - ৩৮ )

bookmark
قُلۡنَا اہۡبِطُوۡا مِنۡہَا جَمِیۡعًا ۚ فَاِمَّا یَاۡتِیَنَّکُمۡ مِّنِّیۡ ہُدًی فَمَنۡ تَبِعَ ہُدَایَ فَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ
কুলনাহ বিতূমিনহা-জামী‘আন ফাইম্মা- ইয়া’তিইয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবি‘আ হুদা-ইয়া ফালা-খাওফুন ‘আলাইহিম ওয়ালা-হুম ইয়াহঝানূন।

অর্থঃ

মুফতী তাকী উসমানী

আমি বললাম, এবার তোমরা সকলে এখান থেকে নেমে যাও। অতঃপর আমার নিকট থেকে তোমাদের নিকট যদি কোনও হিদায়াত পৌঁছে, তবে যারা আমার হিদায়াতের অনুসরণ করবে, তাদের কোনও ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। ৩৯

তাফসীরে মুফতি তাকি উসমানীঃ

৩৯. অর্থাৎ এই যে জান্নাত থেকে বের হওয়ার দুঃখ নিয়ে তোমাদেরকে পৃথিবীতে যেতে হচ্ছে, সেই জান্নাতে যাতে আবার ফিরে আসতে পার এ লক্ষে হে মানুষ! নবীগণের মাধ্যমে তোমাদেরকে হিদায়াত ও পথ-নির্দেশ দেওয়া হবে। তাদের নির্দেশিত পথে যারা চলবে তাদের কোনও দুর্গতির ভয় থাকবে না। তারা সোজা জান্নাতে প্রবেশ করবে। এবারের প্রবেশ হবে স্থায়ী। তাদের আর জান্নাত থেকে বের হওয়ার কোনও দুঃখ ভোগ করতে হবে না। -(-অনুবাদক)