২. আল বাকারা ( আয়াত নং - ১৫ )

bookmark
اَللّٰہُ یَسۡتَہۡزِئُ بِہِمۡ وَیَمُدُّہُمۡ فِیۡ طُغۡیَانِہِمۡ یَعۡمَہُوۡنَ
আল্লা-হু ইয়াছতাহঝিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফী তুগইয়া-নিহিম ইয়া‘মাহূন।

অর্থঃ

মুফতী তাকী উসমানী

আল্লাহ তাদের সাথে তামাশা (-এর আচরণ) করেন এবং তাদেরকে ঢিল দেন, যাতে তারা তাদের অবাধ্যতায় ঘুরপাক খেতে থাকে। ১৬

তাফসীরে মুফতি তাকি উসমানীঃ

১৬. অর্থাৎ আল্লাহ তাআলা তাদের রশি ঢিল করে দিয়েছেন, যদ্দরুণ দুনিয়ায় তারা তাদের ফেরেববাজীর তাৎক্ষণিক শাস্তির সম্মুখীন হচ্ছে না। এ কারণে তারা মনে করছে তাদের কৌশল সফল হয়েছে। ফলে নিজেদের গোমরাহীতে তারা দিন-দিন পাকাপোক্ত হচ্ছে। আসলে তাদেরকে এভাবে পাকাপোক্ত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। পাকড়াও তাদেরকে একবারেই করা হবে এবং সেটা আখিরাতে। আল্লাহ তাআলার এ আচরণ যেহেতু তাদের তামাশারই পরিণাম, তাই বিষয়টিকে ‘আল্লাহ তাদের সাথে তামাশা করেন’ শব্দে ব্যক্ত করা হয়েছে।