২. আল বাকারা ( আয়াত নং - ১৪ )

bookmark
وَاِذَا لَقُوا الَّذِیۡنَ اٰمَنُوۡا قَالُوۡۤا اٰمَنَّا ۚۖ وَاِذَا خَلَوۡا اِلٰی شَیٰطِیۡنِہِمۡ ۙ قَالُوۡۤا اِنَّا مَعَکُمۡ ۙ اِنَّمَا نَحۡنُ مُسۡتَہۡزِءُوۡنَ
ওয়াইযা- লাকুল্লাযীনা আ-মানূকা-লআ-মান্না-ওয়াইযা- খালাও ইলা-শাইয়াতীনিহিম কা-লূইন্না- মা‘আকুম ইন্নামা নাহনুমুছতাহঝিউন।

অর্থঃ

মুফতী তাকী উসমানী

যারা ঈমান এনেছে, তাদের সাথে যখন এরা মিলিত হয়, তখন বলে, আমরা ঈমান এনেছি আর যখন নিজেদের শয়তানদের ১৫ সাথে একান্তে মিলিত হয়, তখন বলে, আমরা তোমাদেরই সঙ্গে আছি। আমরা তো কেবল তামাশা করছিলাম।

তাফসীরে মুফতি তাকি উসমানীঃ

১৫. ‘নিজেদের শয়তান’ দ্বারা সেই সকল নেতৃবর্গকে বোঝানো হয়েছে, যারা মুনাফিকদের ষড়যন্ত্র ও চক্রান্তে তাদের প্রধান ও পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রাখত। (শয়তান শব্দের ধাতুগত অর্থ সত্য ও উত্তম পথ পরিহারকারী। মুনাফিকদের নেতৃবর্গ যেহেতু আন্তরিকভাবে সত্য প্রত্যাখ্যান করেছিল তাই আয়াতে তাদেরকে শয়তান বলা হয়েছে। -অনুবাদক)