মারইয়াম

সূরা নং: ১৯, আয়াত নং: ১

তাফসীর
کٓہٰیٰعٓصٓ ۟ۚ

উচ্চারণ

কাফ হা-ইয়া-‘আঈূন সোয়াদ ।

অর্থ

মুফতী তাকী উসমানী

কাফ-হা-ইয়া-‘আইন-সাদ।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১. সূরা বাকারার শুরুতে বলা হয়েছে, বিভিন্ন সূরার শুরুতে যে বিচ্ছিন্ন হরফসমূহ আছে, যাকে ‘আল-হুরূফুল মুকাত্তাআত’ বলা হয়, তার প্রকৃত অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুতরাং অহেতুক এর অর্থ সন্ধানের পেছনে না পড়ে এই ঈমান রাখাই যথেষ্ট যে, এটা আল্লাহর কালামের অংশ এবং এর প্রকৃত অর্থ আল্লাহ তাআলাই জানেন।
﴾﴿
সূরা মারইয়াম, আয়াত ২২৫১