বনী-ইসরাঈল

সূরা নং: ১৭, আয়াত নং: ২০

তাফসীর
کُلًّا نُّمِدُّ ہٰۤؤُلَآءِ وَہٰۤؤُلَآءِ مِنۡ عَطَآءِ رَبِّکَ ؕ وَمَا کَانَ عَطَـآءُ رَبِّکَ مَحۡظُوۡرًا

উচ্চারণ

কুল্লান নুমিদ্দুহাউলাই ওয়া হাউলাই মিন ‘আতাই রাব্বিকা ওয়ামা-কা-না ‘আতাউ রাব্বিকা মাহজূরা-।

অর্থ

মুফতী তাকী উসমানী

(হে নবী! দুনিয়ায়) তোমার প্রতিপালকের দানের যে ব্যাপারটা, আমি তা দ্বারা এদেরকেও ধন্য করি এবং ওদেরকেও। ১৩ (দুনিয়ায়) তোমার প্রতিপালকের দান কারও জন্যই রুদ্ধ নয়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৩. এস্থলে عطاء (দান) দ্বারা রিযক বোঝানো হয়েছে। অর্থাৎ, আল্লাহ তাআলা দুনিয়ায় মুমিন-কাফির, মুত্তাকী-ফাসেক নির্বিশেষে সকলকেই রিযক দিয়ে থাকেন। রিযকের দুয়ার কারও জন্যই বন্ধ নয়।
﴾﴿
সূরা বনী-ইসরাঈল, আয়াত ২০৪৯ | মুসলিম বাংলা