আল হিজ্‌র

সূরা নং: ১৫, আয়াত নং: ৭২

তাফসীর
لَعَمۡرُکَ اِنَّہُمۡ لَفِیۡ سَکۡرَتِہِمۡ یَعۡمَہُوۡنَ

উচ্চারণ

লা‘আমরুকা ইন্নাহুম লাফী ছাকরাতিহিম ইয়া‘মাহূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

(হে নবী!) তোমার জীবনের শপথ! প্রকৃতপক্ষে ওই সব লোক নিজেদের মত্ততায় বুঁদ হয়ে গিয়েছিল।
﴾﴿