আল হিজ্‌র

সূরা নং: ১৫, আয়াত নং: ৬৭

তাফসীর
وَجَآءَ اَہۡلُ الۡمَدِیۡنَۃِ یَسۡتَبۡشِرُوۡنَ

উচ্চারণ

ওয়া জাআ আহলূল মাদীনাতি ইয়াছতাবশিরূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

নগরবাসীগণ আনন্দে উৎফুল্ল হয়ে (লূতের কাছে) চলে আসল। ২৫

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৫. ফিরিশতাগণ অত্যন্ত সুদর্শন যুবকের বেশে এসেছিলেন। তা শুনে নগরের লোক নিজেদের কু-বাসনা চরিতার্থ করার লক্ষ্যে সোল্লাসে ছুটে আসল, যেমনটা হযরত লূত আলাইহিস সালামের আশঙ্কা ছিল।