আল হিজ্‌র

সূরা নং: ১৫, আয়াত নং: ৬২

তাফসীর
قَالَ اِنَّکُمۡ قَوۡمٌ مُّنۡکَرُوۡنَ

উচ্চারণ

কা-লা ইন্নাকুম কাওমুম মুনকারূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তখন লূত বলল, আপনাদেরকে অপরিচিত মনে হচ্ছে! ২৩

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৩. হযরত লূত আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের কু-স্বভাব সম্পর্কে অবগত ছিলেন। তারা বহিরাগতদেরকে নিজেদের লালসার শিকার বানাতে চাইত। সঙ্গত কারণেই তিনি উদ্বেগ প্রকাশ করলেন। হযরত লূত আলাইহিস সালামের এই দুশ্চরিত্র সম্প্রদায়ের ঘটনা সংক্ষেপে সূরা আরাফ (৭ : ৮০)-এর টীকায় উল্লেখ করা হয়েছে। সেখানে দ্রষ্টব্য।
﴾﴿