আল হিজ্‌র

সূরা নং: ১৫, আয়াত নং: ৪৪

তাফসীর
لَہَا سَبۡعَۃُ اَبۡوَابٍ ؕ  لِکُلِّ بَابٍ مِّنۡہُمۡ جُزۡءٌ مَّقۡسُوۡمٌ ٪

উচ্চারণ

লাহা-ছাব ‘আতুআবওয়া-বিল লিকুল্লি বা-বিম মিনহুম জুঝউম মাকছূম ।

অর্থ

মুফতী তাকী উসমানী

তার সাতটি দরজা। প্রত্যেক দরজার জন্য তাদের (অর্থাৎ জাহান্নামীদের) একেকটি দলকে ভাগ করে দেওয়া হয়েছে।
﴾﴿