আল হিজ্‌র

সূরা নং: ১৫, আয়াত নং: ৩৮

তাফসীর
اِلٰی یَوۡمِ الۡوَقۡتِ الۡمَعۡلُوۡمِ

উচ্চারণ

ইলা-ইয়াওমিল ওয়াকতিল মা‘লূম।

অর্থ

মুফতী তাকী উসমানী

এমন এক কাল পর্যন্ত, যা আমার জানা আছে। ১৬

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৬. শয়তান হাশরের দিন পর্যন্ত অবকাশ চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তার পরিবর্তে এক নির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ দিয়েছেন। অধিকাংশ তাফসীরবিদের মতে, তা হল শিঙ্গায় প্রথমবার ফুঁ দেওয়ার কাল। যখন সমস্ত সৃষ্টির মৃত্যু ঘটবে। সুতরাং এ সময় শয়তানও মারা যাবে।
﴾﴿