আল হিজ্‌র

সূরা নং: ১৫, আয়াত নং: ২৯

তাফসীর
فَاِذَا سَوَّیۡتُہٗ وَنَفَخۡتُ فِیۡہِ مِنۡ رُّوۡحِیۡ فَقَعُوۡا لَہٗ سٰجِدِیۡنَ

উচ্চারণ

ফাইযা-ছাওয়াইতুহূওয়ানাফাখতুফীহি মিররূহী ফাকা‘ঊ লাহূছা-জিদীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তাকে যখন পরিপূর্ণ রূপ দান করব এবং তাতে রূহ সঞ্চার করব, তখন তোমরা সকলে তার সামনে সিজদায় পড়ে যেও।
﴾﴿
সূরা আল হিজ্‌র, আয়াত ১৮৩১ | মুসলিম বাংলা