আল হিজ্‌র

সূরা নং: ১৫, আয়াত নং: ২৭

তাফসীর
وَالۡجَآنَّ خَلَقۡنٰہُ مِنۡ قَبۡلُ مِنۡ نَّارِ السَّمُوۡمِ

উচ্চারণ

ওয়ালজান্না খালাকনা-হু মিন কাবলুমিন না-রিছছামূম।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং তার আগে জিনদেরকে সৃষ্টি করেছিলাম লু’র আগুন দ্বারা। ১৫

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৫. মানুষের আদি পিতা যেমন হযরত আদম আলাইহিস সালাম, তেমনি জিনদের মধ্যে সর্বপ্রথম যাকে সৃষ্টি করা হয়েছিল, তার নাম ‘জান্ন’। তাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছিল।
﴾﴿
সূরা আল হিজ্‌র, আয়াত ১৮২৯ | মুসলিম বাংলা