আল হিজ্‌র

সূরা নং: ১৫, আয়াত নং: ১৬

তাফসীর
وَلَقَدۡ جَعَلۡنَا فِی السَّمَآءِ بُرُوۡجًا وَّزَیَّنّٰہَا لِلنّٰظِرِیۡنَ ۙ

উচ্চারণ

ওয়া লাকাদ জা‘আলনা-ফিছ ছামাই বুরূজাওঁ ওয়া ঝাইয়ান্না-হা-লিন্না-জিরীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আমি আসমানে বহু ‘বুরূজ’ তৈরি করেছি এবং দর্শকদের জন্য তাতে শোভা দান করেছি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৬. ‘বুরূজ’-এর প্রকৃত অর্থ দুর্গ। কিন্তু অধিকাংশ মুফাসসিরের মতে এখানে বুরূজ (بروج) দ্বারা গ্রহ-নক্ষত্র বোঝানো হয়েছে।
﴾﴿
সূরা আল হিজ্‌র, আয়াত ১৮১৮ | মুসলিম বাংলা