ইউসুফ

সূরা নং: ১২, আয়াত নং: ৯৫

তাফসীর
قَالُوۡا تَاللّٰہِ اِنَّکَ لَفِیۡ ضَلٰلِکَ الۡقَدِیۡمِ ٙ

উচ্চারণ

কা-লূতাল্লা-হি ইন্নাকা লাফী দালা-লিকাল কাদীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

তারা (উপস্থিত লোকজন) বলল, আল্লাহর কসম! আপনি এখনও পর্যন্ত আপনার পুরানো ভুল ধারণার মধ্যেই আছেন। ৬১

তাফসীরে মুফতি তাকি উসমানী

৬১. অর্থাৎ, এই ভুল ধারণা যে, হযরত ইউসুফ আলাইহিস সালাম এখনও জীবিত আছেন এবং তাঁর সাথে সাক্ষাৎ হবে।
﴾﴿