ইউসুফ

সূরা নং: ১২, আয়াত নং: ১০৩

তাফসীর
وَمَاۤ اَکۡثَرُ النَّاسِ وَلَوۡ حَرَصۡتَ بِمُؤۡمِنِیۡنَ

উচ্চারণ

ওয়ামা আকছারুন্না-ছি ওয়ালাও হারাসতা বিমু’মিনীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

এতদসত্ত্বেও অধিকাংশ লোক ঈমান আনার নয়, তাতে তোমার অন্তর যতই কামনা করুক না কেন।
﴾﴿
সূরা ইউসুফ, আয়াত ১৬৯৯ | মুসলিম বাংলা