ইউনুস

সূরা নং: ১০, আয়াত নং: ২১

তাফসীর
وَاِذَاۤ اَذَقۡنَا النَّاسَ رَحۡمَۃً مِّنۡۢ بَعۡدِ ضَرَّآءَ مَسَّتۡہُمۡ اِذَا لَہُمۡ مَّکۡرٌ فِیۡۤ اٰیَاتِنَا ؕ قُلِ اللّٰہُ اَسۡرَعُ مَکۡرًا ؕ اِنَّ رُسُلَنَا یَکۡتُبُوۡنَ مَا تَمۡکُرُوۡنَ

উচ্চারণ

ওয়া ইযাআযাকনান্না-ছা রাহমাতাম মিম বা‘দি দাররাআ মাছছাতহুম ইযা-লাহুম মাকরুন ফী-আ-য়া-তিনা- কুল্লিলা-হু আছরা‘উ মাকরা- ইন্না রুছুলানাইয়াকতুবূনা মা-তামকুরূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আমি যখন মানুষকে রহমত আস্বাদন করাই তাদেরকে দুঃখ-কষ্ট স্পর্শ করার পর, তখন সহসাই তারা আমার নিদর্শনসমূহের ব্যাপারে চালাকি শুরু করে দেয়। ১২ বলে দাও, আল্লাহ আরও দ্রুত কোনও চাল দেখাতে পারেন। ১৩ নিশ্চয়ই আমার ফিরিশতাগণ তোমাদের সমস্ত চালাকি লিপিবদ্ধ করছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১২. আল্লাহ তাআলার জন্য ‘চাল’ শব্দটি তাদের প্রতি ভর্ৎসনা স্বরূপ ব্যবহৃত হয়েছে। এর দ্বারা বোঝানো উদ্দেশ্য তাদের চালাকীর শাস্তি। অর্থাৎ আল্লাহ অতি দ্রুত তাদেরকে তাদের ছল-চাতুরির শাস্তি দিতে পারেন।
﴾﴿
সূরা ইউনুস, আয়াত ১৩৮৫