(২) ২। মজলিসে যেখানেই জায়গা পাওয়া যায়, সেখানেই বসা। লোকদেরকে ডিঙ্গিয়ে সামনে যাওয়ার চেষ্টা না করা
- মুসলিম ২/২১৭
(৩) কাউকে তার স্থান থেকে উঠিয়ে তথায় না বসা।
- মুসলিম ২/২১৭
(৪) কোন ব্যক্তির গেটের নিকটে না বসা। অনুরুপভাবে এমন স্থানেও না বসা যেখানে বসলে অন্যের গোপন অবস্থা যা সে প্রকাশ করতে চায় না তা প্রকাশ পেয়ে যায়।
- শরহে মুসলিম ২/২১৩
(৫) প্রয়োজনে কোথাও বসলে ভালো কথা বলা। বহুদা কথা না বলা।
- শরহে মুসলিম ২/২১৩
(৬) মজলিস থেকে কেউ কোন প্রয়োজনে ফিরে আসার উদ্দেশ্যে উঠে গেলে আবার যখন ফিরে আসবে তখন সে ঐ স্থানে বসার বেশি হকদার হবে।
- আবু দাউদ ২/৬৬৬
(৭) মজলিস থেকে কেউ কোন প্রয়োজনে উঠে গেলে আবার যখন ফিরে আসার ইচ্ছা থাকলে সেখানে রুমাল বা অন্য কোন কিছু রেখে যাওয়া।
- আবু দাউদ ২/৬৬৬
(৮) কোন লোক মজলিশে আসলে যথাসম্ভব সরে বসা বা নড়ে চড়ে বসা, যাতে আগমনকারী বুঝতে পারে তাকে সমাদর করা হচ্ছে।
- বায়হাকী-মিশকাত ২/৪০৪
(৯) মজলিসে হাচি আসলে যথা সম্ভব হাত বা কাপড় দ্বারা মুখ আবৃত করে রাখা এবং হাচির আওয়াজ কম করতে চেষ্টা করা। হাচি দেয়ার পর “আলহামদুলিল্লাহ" বলা। আর কাউকে হাচি দিয়ে “আলহামদুলিল্লাহ” বলতে শুনলে "ইয়ার হামুকাল্লাহ" বলা। এর জবাবে হাচি দাতা "ইয়াহদীকুমুল্লাহু ওয়া য়ুসলিহু বা লাকুম" বলা।
- বুখারী ২/৯১৯
(১০) হাই আসলে যথাসাধ্য থামিয়ে রাখা, একান্ত না পারলে বাম হাতের পিঠ দ্বারা মুখ ঢেকে নেয়া এবং এই দু'আ পড়াঃ
لاحول ولاقوة الابالله العلي العظيم
- বুখারী ২/৯১৯
(১১) মজলিসে কারোর দিকে পা ছড়িয়ে না বসা।
- ইবনে মাজাহ ২/ ২৭২
(১২) মজলিসে কারো বায়ু নির্গত হলে না হাসা।
- বুখারী ২/৮৯২
(১৩) দুইজন লোক এক জায়গায় কাছা কাছি বসা থাকলে সেখানে গিয়ে উভয়ের মাঝ খানে না বসা। অবশ্য যদি তারা আগন্তুককে খুশি মনে বসিয়ে নেয় তাহলে কোন ক্ষতি নেই।
- আবু দাউদ ২/১০৪
(১৪) মজলিস গোলাকার হলে তার মাঝ না বসা।
- তিরমিযী ২/১৪
(১৫) শরীরের কিছু অংশ ছায়ায় কিছু অংশ রোদে কওে না বসা।
- আবু দাউদ ২/৬৬৩
(১৬) মজলিসে সালাম দিয়ে আসা ও সালাম দিয়ে বিদায় নেয়া।
- আবু দাউদ ২/৬৬৩
(১৭) মজলিস থেকে ওঠার সময় এই দোয়া পড়া- سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك