✧
বিস্তারিত
সুন্নাহ
বিনা প্রয়োজনে রাস্তার পার্শ্বে না বসা
বিস্তারিতঃ
একান্ত প্রয়োজনে বসলে নিম্নে বর্ণিত আমল গুলো করা:
(ক) দৃষ্টিকে নত করে রাখা, অপাত্রে দৃষ্টি না করা। (বুখারী ২/৯২০, মুসলিম ২/২০৪ )
(খ) যাতায়াতকারীদের কোন ধরনের কষ্ট না দেয়া। (বুখারী ২/৯২০ )
(গ) সালামের জওয়াব দেয়া। (বুখারী ২/৯২০)
(ঘ) সৎ কাজের আদেশ দেয়া। (বুখারী ২/৯২০ )
(ঙ) অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা। (বুখারী ২/৯২০ )
(ছ) মাজলুমের সাহায্য করা। (তিরমিযী ২/১০১)
(জ) রাস্তা বন্ধ না করে বসা। (শরহে মুসলিম ২/ ২০৮ )
(চ) পথিক রাস্তা না চিনলে তাকে পথ দেখানো। (তিরমিযী ২/১০১)
(ঝ) গীবত না করা। (শরহে মুসলিম ২/২০৪)
(ঞ) কোন পথিককে তুচ্ছ মনে না করা। (শরহে মুসলিম ২/২০৪)
(ট) কারো প্রতি খারাপ ধারনা পোষণ না করা। (শরহে মুসলিম ২/২০৪)