পোশাক পরিধান

সুন্নাহ

() প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদা কাপড় বেশি পছন্দ করতেন।

- মুস্তাদরাক, হাদীস নং- ৭৩৭৯

() জামা-পায়জামাসহ সকল প্রকার পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো।

- আবু দাউদ, হাদীস নং- ৪১৪১

() পুরুষদের জন্য পায়জামা, লুঙ্গি এবং জামা, জুব্বা ও আবা-কাবা পায়ের টাখনুর উপরে রাখা।

- বুখারী, হাদীস নং- ৫৭৮৪, আবু দাউদ হাদীস নং-৪০৯৩, ৪১১৭, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৪৪৭

বিস্তারিত

() ৪. সাধারণভাবে কাপড় পরিধান করার সময় এই দুআ পড়া : اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ كَسَانِـيْ هٰذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّىْ وَلَا قُوَّةٍ

- মুস্তাদরাক, হাদীস নং- ৭৪০৯

() নতুন কাপড় পরিধান করে এই দুআ পড়া: اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ كَسَانِىْ مَا اُوَارِيْ بِه عَوْرَتِـيْ وَاَتَجَمَّلُ بِه فِيْ حَيَاتِيْ

- তিরমিযী, হাদীস নং- ৩৫৬০, ইবনে মাজাহ, হাদীস নং- ৩৫৫৭

() টুপি পরা। টুপির উপর পাগড়ী পরা মুস্তাহাব এবং লেবাসের আদব। তবে এটা নামাযের সুন্নাত নয়। টুপি ছাড়া পাগড়ী বাঁধা সুন্নাতের পরিপন্থী।

- আবু দাউদ, হাদীস নং- ৪০৭৮

() বিসমিল্লাহ বলে কাপড় খোলা আরম্ভ করা এবং খোলার সময় বাম হাত ও বাম পা আগে বের করা।

- আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, হাদীস নং-২৭৪, মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাদীস নং-২৪৯১০

() পাগড়ী বাঁধার পর মাথার পিছন দিকে এক হাত পরিমাণ ঝুলিয়ে রাখা।

- মুসলিম, হাদীস নং-১৩৫৯

বিস্তারিত

() জুতা প্রথমে ডান পায়ে পরা, অতঃপর বাম পায়ে পরা।

- বুখারী শরীফ, হাদীস নং- ৫৮৫৫

(১০) জুতা খোলার সময় প্রথমে বাম পা থেকে অতঃপর ডান পা থেকে খোলা।

- বুখারী, হাদীস নং-৫৮৫৫