✧
বিস্তারিত
সুন্নাহ
পুরুষদের জন্য পায়জামা, লুঙ্গি এবং জামা, জুব্বা ও আবা-কাবা পায়ের টাখনুর উপরে রাখা।
- বুখারী, হাদীস নং- ৫৭৮৪, আবু দাউদ হাদীস নং-৪০৯৩, ৪১১৭, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৪৪৭
বিস্তারিতঃ
টাখনুর নীচে নামিয়ে পোশাক পরিধান করা হারাম। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি টাখনুর নীচে ঝুলিয়ে কোন পোশাক পরিধান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। (বুখারী, হাদীস নং- ৫৭৮৪, আবু দাউদ হাদীস নং-৪০৯৩, ৪১১৭, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৪৪৭)
বি.দ্র. মোজার হুকুম-এর ব্যতিক্রম।