বিস্তারিত

সুন্নাহ

খেজুর দ্বারা ইফতার করা সুন্নত। খেজুর না পেলে পানি দ্বারা ইফতারের সুচনা করবে।

- আবু দাউদ ২৩৫৬

বিস্তারিতঃ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُفْطِرُ عَلَى رُطَبَاتٍ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَإِنْ لَمْ تَكُنْ رُطَبَاتٌ فَعَلَى تَمَرَاتٍ فَإِنْ لَمْ تَكُنْ حَسَا حَسَوَاتٍ مِنْ مَاءٍ .

আহমদ ইবনে হাম্বল ..... সাবিত আল্ বানানী (রাহঃ) আনাস ইবনে মালিক (রাযিঃ)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মাগরিবের নামায আদায়ের পূর্বে পাকা খেজুর দ্বারা ইফতার করতেন। আর যদি পাকা খেজুর না পেতেন, তখন তিনি শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন। আর যদি তাও না হতো, তখন তিনি কয়েক ঢোক পানি দ্বারা ইফতার করতেন।

কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ (সুনানে আবু দাউদ)
হাদিস নং: ২৩৪৮ আন্তর্জাতিক নং: ২৩৫৬
তাহকীকঃ বিশুদ্ধ (পারিভাষিক হাসান)
বর্ণনাকারীঃ ছাবিত বুনানী (রহঃ), আনাস ইবনু মালিক (রাঃ)(মৃত্যুঃ ৯৩ হিজরী)
হাদিসের লিংকঃ https://muslimbangla.com/hadith/16695