বিস্তারিত

সুন্নাহ

সাহরি খাওয়ার ক্ষেত্রে রাসুল সা. এর সুন্নত হলো,একেবারে শেষ মুহূর্তে সাহরি করা।

- বুখারী, তিরমিযী

বিস্তারিতঃ

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ تَسَحَّرْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ قُمْنَا إِلَى الصَّلاَةِ . قَالَ قُلْتُ كَمْ كَانَ قَدْرُ ذَلِكَ قَالَ قَدْرُ خَمْسِينَ آيَةً .

ইয়াহ্ইয়া ইবনে মূসা (রাযিঃ) ..... যায়েদ ইবনে সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে সাহরী খেলাম, এরপরই নামাযে দাঁড়িয়ে গেলাম। রাবী বলেন, আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, এই দুয়ের মাঝে কতটুকু ব্যবধান ছিল? তিনি বললেন, পঞ্চাশ আয়াত পরিমাণ (তিলাওয়াতের সময়)। - বুখারি ও মুসলিম

আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ (জামে' তিরমিযী)
হাদিস নং: ৭০৩ আন্তর্জাতিক নং: ৭০৩
তাহকীকঃ বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
বর্ণনাকারীঃ যায়দ ইবনে ছাবিত (রাঃ)(মৃত্যুঃ ৪৫/৫৫ হিজরী)
হাদিসের লিংকঃ https://muslimbangla.com/hadith/30336