বিস্তারিত
রামাদান মাসে উমরাহ করা।
- জামে' তিরমিযী ৯৩৯
বিস্তারিতঃ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ أُمِّ مَعْقِلٍ، عَنْ أُمِّ مَعْقِلٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " عُمْرَةٌ فِي رَمَضَانَ تَعْدِلُ حَجَّةً " . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَجَابِرٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ وَوَهْبِ بْنِ خَنْبَشٍ . قَالَ أَبُو عِيسَى وَيُقَالُ هَرَمُ بْنُ خَنْبَشٍ . قَالَ بَيَانٌ وَجَابِرٌ عَنِ الشَّعْبِيِّ عَنْ وَهْبِ بْنِ خَنْبَشٍ . وَقَالَ دَاوُدُ الأَوْدِيُّ عَنِ الشَّعْبِيِّ عَنْ هَرَمِ بْنِ خَنْبَشٍ . وَوَهْبٌ أَصَحُّ . وَحَدِيثُ أُمِّ مَعْقِلٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ قَدْ ثَبَتَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ عُمْرَةً فِي رَمَضَانَ تَعْدِلُ حَجَّةً . قَالَ إِسْحَاقُ مَعْنَى هَذَا الْحَدِيثِ مِثْلُ مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَنْ قَرَأَْ : ( قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ) فَقَدْ قَرَأَ ثُلُثَ الْقُرْآنِ " .
নাসর ইবনে আলী (রাহঃ) ...... উম্মু মা’কিল (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত তিনি বলেন, রমযান মাসে উমরা করা হজ্জের সমতুল্য। - ইবনে মাজাহ
এই বিষয়ে ইবনে আব্বাস, জাবির, আবু হুরায়রা, আনাস, ওয়াহব ইবনে খান্বাশ (রাযিঃ) থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, বলা হয় ইনি হলেন হারিম ইবনে খান্বাশ। বায়ান ও জাবির (রাহঃ) তাঁদের সনদে শা’বী ওয়াহব ইবনে খাম্বাশরূপে উল্লেখ করেছেন। দাঊদ আওদী তাঁর সনদে শা’বী হারাম ইবনে খাম্বাশরূপে উল্লেখ করেছেন। কিন্তু ওয়াহহাবই হল অধিকতর সহীহ। এই সূত্রে উম্মু মা’কিল বর্ণিত হাদিসটি হলো হাসান- গারীব। আহমদ ও ইসহাক (রাহঃ) বলেন, নবী (ﷺ) থেকে প্রামণিত ভাবে আছে যে, তিনি বলেছেন, রমযান মাসের উমরা হজ্জের সমতুল্য। ইসহাক বলেন এ হাদিসের মর্ম হলো সূরা ইখলাস রাসূল (ﷺ) থেকে বর্ণিত হাদিসটির মর্মের অনূরূপ। নবী (ﷺ) থেকে বর্ণিত আছে। যে, ব্যক্তি ‘‘কুল হুয়াল্লাহু আহাদ..." তিলাওয়াত করল সে যেন কুরআন মাজীদের এক- তৃতীয়াংশ তিলাওয়াত করল।
আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ (জামে' তিরমিযী)
হাদিস নং: ৯৩৯ আন্তর্জাতিক নং: ৯৩৯
তাহকীকঃ বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
বর্ণনাকারীঃ উম্মে মা'কিল (রাঃ)
হাদিসের লিংকঃ https://muslimbangla.com/hadith/30575