আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৩৪৮৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন: ১) আমি কাজী অফিসে বিয়ে করছি। ওখানে আমার স্ত্রীর বাবা/ভাই উপস্থিত ছিলেন না, কিন্তু তার কাকা ও দুই ভাবী উপস্থিত ছিলেন। আর ওদের পরিবারের সবাই আমাদের সম্পর্কের কথা আগে থেকেই জানতো ও রাজি ছিলো কিন্তু ওর বাবা কে বিয়ের কথাটা পরে জানানো হয়েছে। বিয়ে টা বৈধ?

প্রশ্ন: ২) দেনমোহর এর কোন টাকা আমি দেই নি এখনো। আমার স্ত্রী বলছে দেয়া লাগবে না। মাফ করে দিছে। আর আমার কাছে নগদ অত টাকাও নাই। এখন এই টাকা কি মাফ হইছে?

প্রশ্ন: ৩) তালাক দেয়ার জন্য মুখে "তালাক" উচ্চারন করা লাগে নাকি শুধু ডিভোর্স পেপারে স্বাক্ষর দিলেই হয়?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৭ নভেম্বর, ২০২০
খোকসা
৩৪৭৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার শ্বশুর বাড়ি রাজবাড়ী।সেখানে আমাদের কোন বাড়ী ছিলনা।চাকরির কারনে তারা ঢাকাতেই থাকতেন প্রথম থেকে ।এখন আমার শশুড় রিটায়ার্ড করার পর নিজে এবং ছেলেরা মিলে বাড়ি করে তিনি সেখানেই থাকেন।এখন আমার স্বামী অর্থাৎ আমরা ঢাকাতেই পারমানেন্টলি থাকি।এখন আমরা মাঝে মাঝে বেড়ানোর জন্য ও বাবা মাকে দেখার জন্য সেখানে যাই।প্রশ্ন হল আমার স্বামী কি সেখানে পনেরো দিনের কম সময়ের জন্য গেলে কছর পরবে?আমি এবং আমার সন্তান রা কি কসর পরব না পুরো নামাজ পরবো?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৫ নভেম্বর, ২০২০
ঢাকা