আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৯৫৯৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হুজুর আশা করি ভালো আছেন? হুজুর আমি অতীতে এক সময় এক ফার্ণিচার ব‍্যবসায়ীর কাছ থেকে কয়েকটি কাঠ নিয়েছিলাম কিন্তু মূল‍্য পরিশোধ করিনি। এরকম আরো কিছু ঘটনা আছে যা বান্দার হকের সাথে সম্পর্কিত। তখন আমি অন‍্যের হক সম্পর্কে সচেতন ছিলাম না। এখন আমি মূল্য পরিশোধের মাধ্যমে তাদের হক আদায় করতে চাই। কিন্তু এখন ঐ ব‍্যাক্তিরা বা তাদের ওয়ারিশরা কেউই এখন আমার আশেপাশে নেই এবং তাদের সাথে যোগাযোগেরও উপায় নেই। এখন আমি তাদের নামে ঐ টাকা গুলো আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি টাকা গুলো মসজিদের নির্মাণ কাজের জন‍্য দান করতে পারব?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২২ অক্টোবর, ২০২১
ঢাকা
৯৫৬৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হযরত মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হল! স্বামী যদি কোন কারনে কসম করে স্ত্রীকে বলে যে "আমি আল্লাহর নামে কসম করে বলছি যে যতদিন তোমাকে একটি মোবাইল কিনে না দেব ততদিন তোমাদের কারো (বাবা-ভাই) ফোনে কল দিয়ে তোমার সাথে কথা বলবো না"
তাহলে
ক.স্ত্রীর সাথে যোগাযোগের কোন মাধ্যম আছে কিনা?
খ.স্বামী অন্য কারো সাথে কথা বলে খোঁজ খবর নিলে কসম ভঙ্গ হবে কিনা?
গ.বা যে কোন মাধ্যমে স্ত্রীর সাথে ফোনে কথা বললে কসম ভঙ্গ হবে কিনা?
ঘ. স্ত্রী ফোন করে স্বামীর সাথে কথা বললে স্বামীর কসম ভঙ্গ হবে কিনা?
ঙ. এসএমএসের মাধ্যমে সংবাদ আদান-প্রদান করলে কসম ভঙ্গ হবে কিনা?
চ. স্বামী স্ত্রীকে ফোন কিনে দেওয়ার পর তাদের কারো ফোনে কল দিয়ে স্ত্রীর সাথে কথা বললে কসম ভঙ্গ হবে কিনা?
উল্লেখ্য যে স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করতেছে।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২০ অক্টোবর, ২০২১
২XFC+৩F২