আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১৪০৮৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
আমি একবার এক বছরের রমজান মাসে টিভির একটি অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। প্রতিযোগিতাটি একটি রান্না বিষয়ক অনুষ্ঠানকে কেন্দ্র করে হয়েছিল। এই অনুষ্ঠানে পুরো রমজান মাসে প্রতিদিন বিভিন্ন ধরনের রান্না করে দেখানো হতো এবং প্রতিদিন একটি করে প্রশ্ন করা হতো,প্রশ্নটি সাধারণত সেদিন যে রান্না দেখানো হতো তাকে কেন্দ্র করে করা হতো যেমন: কোন উপকরণটি কি পরিমানে দেয়া হয়েছে, কি কি দেওয়া হয়েছে বা কয়টি দেওয়া হয়েছে ইত্যাদি। রমজান মাসের প্রতিদিন অনুষ্ঠানের শেষের দিকে এরূপ ধরনের একটি করে প্রশ্ন দেয়া হতো যার সঠিক উত্তরদাতা কে পুরস্কার দেয়া হতো। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শুধু প্রশ্নের সঠিক উত্তরটি মেসেজের মাধ্যমে তাদের নাম্বারে পাঠাতে হতো এবং যে ব্যক্তি প্রথমে সঠিক উত্তর দিতে পারত বা সঠিক উত্তর দিতে পারতো তাকে পুরস্কৃত করা হতো। আমিও একদিন এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আমিও সঠিক উত্তর দাতা হিসেবে পুরস্কার হিসেবে মোবাইল পাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই অনুষ্ঠানে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমার জন্য জায়েজ হয়েছে কিনা এবং উপহার হিসেবে বা পুরস্কার হিসেবে মোবাইল ফোনটি গ্রহণ করা হালাল হয়েছে কিনা? আর যদি হালাল না হয়ে থাকে বা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমার জন্য জায়েজ না হয়ে থাকে তাহলে আমার এখন করনীয় কি?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৩ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা